Advertise top
রাজনীতি

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কার

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম    

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কার
গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার, ১৯ মার্চ  এ তথ্য জানা গেছে।

 

দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ১৬ মার্চ ২৪ ঘণ্টা সময় দিয়ে ফরিদ মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি নোটিশের কোনো জবাব দেননি।এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যে কারণে  থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

পৌর কর্মচারী ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, ফরিদ মিয়া ও তার সহযোগীরা স্থানীয় কেন্দ্রীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেওয়ার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal