Advertise top
বরিশাল

ভেকু মেশিন, পন্টুন, আগ্নেয়াস্ত্রসহ বরিশালে পাঁচ ডাকাত গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম    

ভেকু মেশিন, পন্টুন, আগ্নেয়াস্ত্রসহ বরিশালে পাঁচ ডাকাত গ্রেপ্তার
মুলাদী থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ ডাকাত। ছবি: বরিশাল নিউজ

বরিশালের মুলদী উপজেলার জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের পূর্ব বানিমর্দন এলাকা থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নাজিরপুর নৌ পু‌লিশ ডাকাত দলকে গ্রেপ্তার ক‌রে। তা‌দের কাছ থে‌কে উদ্ধার করা হয় ২‌ দিন আ‌গে ডাকাতি করা ১‌টি ভেকু মেশিন, ১‌টি পন্টুন।

 

এছাড়াও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১‌টি কাটা রাইফেল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের সোমবার বিকেলে থানায় সোপর্দ করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলো- গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের ইদ্রিস ফকির, বাবুগঞ্জের আগরপুরের চর ফতেপুর গ্রামের ফিরোজ আকন, নতুন চর জাহাপুর গ্রামের সায়েম বেপারী, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার মো. মহিউদ্দিন ও কোতয়ালি মডেল থানা এলাকার হাবিব হাওলাদার।

 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে নৌ-পুলিশ সূত্র জানায়, গত ৮ মার্চ বিকালে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ওই ভেকু ও পল্টুন কালকিনির কয়ারিয়া ইউনিয়নের জনৈক নূর মোহাম্মাদ মোল্লার ইট ভাটায় রাখা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal