বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
সৌদি আরব জানিয়েছে, আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। এই প্রথম দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাঁদ দেখেছে।
এদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
অস্ট্রেলিয়ায় আজ শুক্রবার জানায়, দেশটিতে শনিবার, ১ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। জ্যোতিবিদ্যার সাহায্যে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এই তারিখ ঘোষণা করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, আজ শুক্রবার চলতি শাবান মাসে শেষবারের মতো সূর্য ডুববে। আর আজ রাতেই পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে।
সূত্র: ইনডিপেনডেন্ট অন লাইন
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন