Advertise top
রাজনীতি

জুলাই আগস্টে নির্বাচন সম্ভব: সালাহউদ্দিন আহমেদ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম    

জুলাই আগস্টে নির্বাচন সম্ভব: সালাহউদ্দিন আহমেদ
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন । ছবি: বাসস

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সবার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা বলছি জুলাই আগস্টে নির্বাচন সম্ভব। তার আগে নির্বাচনের জন্য আইনি ও প্রতিষ্ঠানিক কিছু সংস্কার করে আমরা নির্বাচনমুখী হতে চাই। কেউ কেউ বলছেন নির্বাচন আগে, আবার কেউ কেউ বলছেন সংস্কার আগে। নির্বাচন ও সংস্কার দুটিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। সংস্কার চলমান প্রক্রিয়া।”

 

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বুধবার,৫ ফেব্রুয়ারি আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমেদ একথা বলেন।

 

বিএনপি’র এই নেতা আরো বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার শেষ করে নির্বাচন দিব- এ বক্তব্যও সঠিক নয়। অন্তর্বর্তী সরকারের নামে সাংবিধানিক ভাবেই সরকার শপথ নিয়েছে। কিন্তু লেজিটেমিসি ক্রাইসিস দূর করতে এই মুহূর্তে নির্বাচিত সংসদ দরকার।

 

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ মানুষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতারিত করেছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আমি দলটির বিচার দাবি জানাচ্ছি। এ বিচার কাজ সম্পন্ন করতে সংবিধানের বিধান মোতাবেক আইন প্রস্তুত করা হোক।

 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দলটির বিচারের দাবি জানাচ্ছি।’

 

আঞ্চলিক সম্পাদক পরিষদের (আসপ) উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ও ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলন প্রমুখ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal