Advertise top
আদালত-অপরাধ

ভোলায় জলদস্যুদের গুলিতে ১ জেলে নিহত, আহত ২

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ এএম    

ভোলায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত
ভোলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে জেলে নিহত। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভোলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন।  এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে ।

 

নিহত ও আহত জেলেদের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে।

 

ট্রলারে থাকা জেলে সোহেল মাঝি জানান, তারা ছয়জন জেলে বিকালে নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ জলদস্যুরা তাদের মাছ ধরার ট্রলারকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে হাসান মাঝি মারা যান। এ সময় আব্বাস মাঝি ও কাঞ্চন মাঝি আহত হন।

 

ট্রলারে থাকা অন্য জেলেরা আহতদের ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন উদ্দিন জানান, খবর শুনে নৌপুলিশ এবং জেলা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal