Advertise top
রাজনীতি

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম    

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ড. ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল । ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল চলাকালে সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক ৬ টার দিকে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন কর্মী হঠাৎ মিছিল বের করে। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেয়। ৮ থেকে ১২ মিনিটের মধ্যে মিছিল শেষ করেন তারা। এই মিছিলের একটা ভিডিও ছাত্রলীগের বিভিন্ন পেইজে শেয়ার করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান-ঝটিকা মিছিলের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে মিছিলকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণের নেতা–কর্মী। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

 

এঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খুলশি থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal