Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে
বরিশাল বিশ্ববিদ্যালয় । ফাইল ফটো।

বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় হবে।

 

রেজিস্ট্রার বলেছেন, গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া- এ তিন কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেছেন,শিক্ষকেরা এ ব্যাপারে জোরালো সমর্থন দিয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal