বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে,কিন্তু তার দোসররা দেশে বিশৃঙ্খলা করছে। এদেরকে প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বরিশালের হিজলা উপজেলা পরিষদ মাঠে শনিবার, ১৮ জানুয়ারি বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদার জনসভায় সভাপতিত্ব করেন।
বক্তৃতা করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চাঁন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন