বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ,১৩ জানুয়ারি নগরীর সদর রোডে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন নগরবাসী প্রায় দুই বছর ধরে একতলা থেকে ৬ তলা পর্যন্ত কিছু প্ল্যান ছাড়া আর কোনো ভবনের প্ল্যান পাননি। এজন্য হাজার হাজার বাসিন্দা ভোগান্তিতে আছেন। এ ছাড়াও ২০২০ সালে প্রণীত মাস্টারপ্ল্যানের অজুহাত দেখিয়ে রেড জোন, শিল্পাঞ্চল জোন, কৃষি জোন, ইকোপার্ক জোন ভাগ করে হয়রানি করা হচ্ছে।
ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬-এর আওতায় প্ল্যান অনুমোদনের কথা বললেও কর্তৃপক্ষ কেবল রাস্তার ক্ষেত্রে উক্ত বিধিমালা অনুসরণ করে। অথচ প্ল্যান পাসের ফিসহ অন্যান্য বিষয়ে ৪র্থ পরিষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা-২০২০ অনুসরণ করছে। দুই ধরনের নীতিমালায় বিপাকে আছেন ভবন নির্মাণ ইচ্ছুকরা।
বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা, সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, গণফোরাম কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হিরন কুমার দাস, জাতীয় পার্টির নেতা বশির আহমেদ ঝুনু, প্রকৌশলী আকতার হোসেন, গোপাল চন্দ্র সাহা, প্রকৌশলী জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিয়াজ মাহমুদ বেগ প্রমুখ।
মানববন্ধন শেষে নগরে একটি মিছিল বের করা হয়। এ সময় নগরভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সূত্র: ঢাকা পোস্ট
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন