বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে একটি কর্মশালা । বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন । আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দীন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উম্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন