Advertise top
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম    

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
কোতয়ালি মডেল থানা

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে এবং ঝটিকা মিছিল করে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আট কর্মী। বরিশাল নগরীর বেশ কয়েকটি স্থানে এই ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।

 

সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী ৪ জানুয়ারি হলেও তার শুক্রবার ৩ জানুয়ারি বিকাল ও রাতে তাদের কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। এরপর নগরীতে অভিযানে নেমে পুলিশ। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান।

 

কোতয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, তাদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার, ৪ জানুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal