বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘আমরা সংকটময় মুহূর্ত কাটাচ্ছি । ষড়যন্ত্র হচ্ছে, আরো অনেক ষড়যন্ত্র হবে। আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেই। আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা না করি।
তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার চাই, পরির্বতন চাই। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-সাংবাদিকসহ অনেক মানুষ প্রাণ দিয়েছে। তাদের রক্তের সঙ্গে যেন আমরা বেঈমানি না করি।’
চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার, ৩ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সম্মানে সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব।
কবি হাসান হাফিজ বলেন, ‘আমরা সত্যিকারের বৈষম্যমুক্ত, সাম্য, ন্যায়, শোষনমুক্ত ও মুক্তচিন্তার বাংলাদেশ চাই। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই মিলে এ লক্ষে কাজ করবো। এটাই জাতির প্রত্যাশা। ’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘আমরা নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি। দেশে সাংবাদিকতাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা জাদুঘরে চলে গিয়েছিলো। আজকে সাংবাদিকতাকে জাদুঘর থেকে বের করে আনতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবো। যার সুবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যরা ঢাকায় গেলে জাতীয় প্রেসক্লাবের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বীর মুক্তিযোদ্ধা ও ক্লাবের প্রবীন সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত।
সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন