Advertise top
গণমাধ্যম

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে খসরু- জাকির প্যানেল বিজয়ী

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম     আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্মসাধারণ সম্পাদক, দুই সহ সভাপতি। ছবি: বরিশাল নিউজ

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে আমিনুল ইসলাম খসরু সভাপতি এবং এসএম জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন জানান,  ৮১ জন ভোটারের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। চারটি ব্যালট বাতিল হয়। যাচাই বাছাই শেষে রাত নয়টায় ৭২ ব্যালটের গণনা শুরু করেন নির্বাচন কমিমন।

সভাপতি পদে খসরু পেয়েছেন  ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন নুরুল আলম ফরিদ পেয়েছেন ২২ ভোট। অপর প্রার্থী কাজী আল মামুন পেয়েছেন ১৭ ভোট।

সাধারন সম্পাদক পদে এসএম জাকির হোসেন পেয়েছেন ৫০ ভোট।  তার একমাত্র প্রতিদ্বন্দ্বি কাজী আবদুল্লাহ আল রাসেল পেয়েছেন  ২২ ভোট।

রাত পৌনে ১১ টায় ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ীদের সমর্থকরা আনন্দে পেটে পড়েন।

 

ভোটসহ  বিজয়ী ও বিজিত অন্যেরা হলেন:

সহ সভাপতি জাকির হোসেন ৬৩ ও হুমায়ুন কবির ৬২ ভোট। বিজিত  জিয়া উদ্দিন বাবু ১৯ ভোট। 

সহ সাধারণ পদে এম মোফাজ্জেল ৪৫,বিজিত এম লোকমান হোসেইন ২৭ ভোট।

 

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আরিফিন তুষার ৪৪ ভোট, বিজিত সাগর বৈদ্য২৮ ভোট।

 

ক্রীড়া সম্পাদক পদে মোঃ রুবেল খান ৪১ ভোট, বিজিত দেওয়ান মোহন ৩১ ভোট পেয়েছেন।  

 

সাধারণ সদস্য

এম জহির ৭০ ভোট, কমল সেনগুপ্ত ৬২, আব্দুর রাজ্জাক ভুঁইয়া ৫৮, পুলক চ্যাটার্জি ৫৬, সুমন চৌধুরী ৫৬, মাইনুল ইসলাম সবুজ ৫৪,শাহীন হাসান ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

বিজিত গিয়াস উদ্দিন সুমন ৫২ ও গোপাল সরকার পেয়েছেন ৪১ ভোট।

 

এছাড়া কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন ও দপ্তর সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

বিজয়ীরা সবাই খসরু জাকির প্যানেলের । 



 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal