Advertise top
অর্থনীতি

 ইন্ডিয়া থেকে আনা হয়েছে আরো ১৯০০ টন আলু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম    

 ইন্ডিয়া থেকে আনা হয়েছে আরো ১৯০০ টন আলু
ইন্ডিয়ান আলুর দ্বিতীয় চালান। প্রতীকী ছবি।

ইন্ডিয়া থেকে দ্বিতীয় চালানে আরও এক হাজার ৯০০ টন আলু যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ইন্ডিয়ার পেট্রাপোল বন্দর দিয়ে ৪২টি ওয়াগানে করে আলুর চালানটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোলের ‘সি অ্যান্ড এফ এজেন্ট লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড’ এর প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু।

 

তিনি জানান, ইন্ডিয়া থেকে ট্রেনের একটি র‌্যাকে ১৯০০ টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি কাস্টমস থেকে ছাড় করে আনলোডের জন্য যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়েছে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে।

 

জানা গেছে, ইন্ডিয়ার মালদার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। পণ্য চালানটির আমদানি মূল্য চার লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর দাম পড়েছে প্রায় সাড়ে ২৭ টাকা।

 

বেনাপোল রেল স্টেশন মাষ্টার সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে ৪২ ওয়াগানে ১৯০০ টন আলু আমদানি হয়েছে। কাস্টমসের কার্যক্রম শেষ করে আলু বোঝাই ট্রেনটি নওয়াপাড়ার উদ্দেশে চলে গেছে। বুধবার সেখানে আনলোড হচ্ছে।

 

এর আগে ১২ ডিসেম্বর ইন্ডিয়া থেকে ট্রেনে করে বেনাপোল বন্দরে ৪৬৮ টন আলু আমদানি করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal