Advertise top
গণমাধ্যম

আলোচনা করে নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত : সরোয়ার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম    

আলোচনা করে নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত : সরোয়ার
বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর অনুষ্ঠান। ছবি: বরিশাল নিউজ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ তিনবার মানুষের ভোট হরণ করেছে। সব মানুষে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে।

 

সোমবার,১৬ ডিসেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া জরুরি। আলোচনা করে নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত। একইসঙ্গে নির্বাচনের একটা রোডম্যাপ হওয়া দরকার যে কোনটার পরে কোনটা করা হবে। আলোচনায় উঠে আসবে কোনটা পার্লামেন্ট ছাড়া হবে না, প্রয়োজনে এগ্রিমেন্ট করে নেবেন তারা।

 

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন সভায় সভাপতিত্ব করেন।  


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal