Advertise top
রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম    

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ, সদস্য সচিব মো. শাহাদাত । ছবি: বরিশাল নিউজ

বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক,১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৩ জনকে সংগঠক করা হয়েছে। এসব পদ ছাড়াও কমিটিতে ৬৪ জনকে সদস্য করা হয়েছে।

 

কমিটিতে শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক এবং মো. শাহাদাতকে সদস্য সচিব করা হয়েছে।

 

নবগঠিত কমিটির সদস্য সচিব মো. শাহাদাত জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বরিশাল মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে।

 

কমিটির মুখ্য সংগঠক হচ্ছেন মাহফুজুর রহমান ইমরান ও মুখপাত্র হচ্ছেন ইসরাত জাহান।

 

গত ২ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।  তারা ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন।

 

নবগঠিত কমিটিতে রাকিন খান, হুসাইন আল সুহান, এনামুল হক সজিব, সাগর মাহমুদ মুহসিন, রাহাত রাতুল, আইউব নবী, আশিক খান, এনামুল হক, সরদার মোহাইমিনুল ইসলাম, জান্নাত আরা রিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

এছাড়া এম রহমান রানা, মোস্তাফিজ রাফি, মুবিন হাসান অর্নব, ইরফান খান হিমেল, এসএম রহমাতুল্লাহ্ সরদার সাব্বির, লাবন্য রহমান, তরিকুল ইসলাম মুন্না, শাফী সমির খান, অর্পিতা বহিৃ,মো. নাহিদ ইসলাম, কামরুল ইসলাম এবং মির্জা তামিম হাসানকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

 

এর বাইরে শাহাবুদ্দিন মিয়া, মাসরাফি জামান, রাকিবুল ইসলাম শিহাব, আল মাহিদ তালুকদার, জুনায়েদ হোসেন সাদ, মো. জান্নাতুল নাঈম সাকিব, ইয়াসিন আরাফাত, খালেদা রহমান তামান্না, অনন্যা ইসলাম ইশা, লামিয়া রহমান আনহা, ইব্রাহিম হোসেন ম্বজন, আদিব বিন ওয়ালিদ, লিমন হোসেনকে সংগঠক করা হয়েছে।

 

কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- ইসরাত জাহান, সৈয়দা মারিয়া তাবাসসুম, ইসরাত মেহজাবিন ইভা, সাদমান মজুমদার তাসিন, লামিয়া রহমান লুবনা, হাসান মাহমুদ, মিতু আক্তার, জুয়াইরিয়া, সাহানা সিদ্দীকা জেমিম, আতিকুর রহমান, মুজাহিদুল ইসলাম নাহিদ, জাবাইদা ইসলাম জেরিন, জিয়াউল কবির জিয়া, আসিবুল আহসান সিফাত, মো. নাঈম, মো. তৌহিদুল ইসলাম, মুশফিকুর রহমান খান সাজিদ, মো, কাইয়ুম জুনায়েদ, মো. শাকিল খান, মো. মাইদুল ইসলাম মিলয়, জুবায়ের ইসলাম তাওহিদ, মো. বায়েজিদ হোসেন, পলি আক্তার, রেদোয়ান, মো. সিরাজুল ইসলাম বাপ্পি, শাওন, সৈয়দ জায়েদ হাসান, এনামুল খান, সাগর হাওলাদার, ওয়াসি ইসলাম দিপ, মাসফি শরীফ, ফখরুল আবেদীন তানভীর, হাবিবুল্লাহ, বাউফলের তৌহিদুল ইসলাম, ফয়েজ আহমেদ জিহান, সিফাত আহমেদ শান্ত ও সাকিল আহমেদ।

 

এর আগে দেশের দুটি মহানগর ও ১৪টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর দুটি হলো কুমিল্লা ও রংপুর মহানগর।

 

জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর ও কুড়িগ্রাম।  প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal