বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
শেখ পরিবারের আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার, ২৪ নভেম্বর বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। তার বিরুদ্ধে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়। এ ছাড়াও আরো দুটি পৃথক মামলায় তাকে (শোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে একই মামলায় বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে উপস্থিত করে জামিন আবেদন করা হলে তার জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।
মঈন আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য। পাশাপাশি তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।
এর আগে গত ৪ আগস্ট বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নগরীর সিএন্ডবি রোড এলাকায় মহানগর বিএনপির নেতৃবৃন্দের ওপর হামলা ও হত্যা চেষ্টার পৃথক দুটি মামলায় আদালতে হাজির করা হয় মঈন আব্দুল্লাহকে।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তাকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
আদালত পৃথক দুটি মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ অক্টোবর রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা আছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন