বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
বরিশালের বাবুগঞ্জে এক নারীকে ধর্ষনের পর পিটিয়ে খুন করার অপরাধে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম। সোমবার এ রায় ঘোষণা করেন তিনি। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির বলেছেন,দণ্ডিতরা হলো- বাবুগঞ্জের ভুতেরদিয়া গ্রামের নরেন চন্দ্র শীলের ছেলে শয়ন চন্দ্র শীল (২১) ও একই গ্রামের মো. আতাহার ফকিরের ছেলে চা দোকানি সুমন ফকির (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম বলেন, শয়ন চন্দ্র শীল ও সুমন ফকির গ্রামের চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। ওই গ্রামের মরিয়ম বেগমের এক সন্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। এ কারণে ওই বাসায় তাদের যাতায়াত ছিল।
এ পর্যায়ে শয়ন ও সুমন মরিয়ম বেগমকে পালাক্রমে ধর্ষন করে। তখন মরিয়ম ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তাকে লাঠি ও বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়।
বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, ২০২২ সালের ১৩ জানুয়ারি বাড়ি থেকে কিছু দূরে সন্ধ্যা নদী থেকে পাঁচ সন্তানের জননী মরিয়ম বেগমের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ।
পরে এ ঘটনায় তার মেজ ছেলে ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করে।
তদন্ত শেষে বাবুগঞ্জ থানর ওসি অলিউল ইসলাম ২০২৩ সালের ৩০ এপ্রিল শয়ন ও সুমনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে বিচারক ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন