Advertise top
রাজনীতি

মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধাঞ্জলি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৬ পিএম    

মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধাঞ্জলি
বরিশালে জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবি: বরিশাল নিউজ

‘আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না। চাই না বলেই এবারের ছাত্র, শ্রমিক জনতার স্বপ্ন বাস্তবায়ন হতেই হবে। সমস্ত রাজনৈতিক দলের এখন চ্যালেঞ্জ জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। ’

 

বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে রবিবার, ১৭ নভেম্বর গণসংহতি আন্দোলনের আয়োজনে জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনতার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

 

তারা আরো বলেন, এই জনপদের ইতিহাসে মওলানা ভাসানী এমন এক রাজনৈতিক নেতৃত্ব যিনি প্রতিটি সন্ধিক্ষণে আমাদের সামনে দিশা দেখিয়েছেন।

 

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, অভ্যুত্থানের তিন মাস অতিক্রম হলেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।সরকারি উদ্যোগে আন্দোলনে আহত ও নিহত ছাত্রজনতার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক বিশ্বাসের মানুষের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আকাশছোঁয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে।

 

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য অধ্যাপক আবুল কাশেম তালুকদার প্রমুখ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal