বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির মিছিলে বাধা দিয়েছেন পদবঞ্চিতরা। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়কের বেশ কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে ছয়জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলার মাধবপাশা বাজারে বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বিকালে এ ঘটনা ঘটে।
কয়েকদিন আগে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পদবঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করেন। বৃহস্পতিবার ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহ্বান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। এই মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে।
এতে আহত হন বিএনপি নেতা দুলাল শরীফ, উজ্জ্বল সিং, নাঈম হোসেন, রুবেল হোসেন, বশির মোল্লা, রাজিম হাওলাদার, আয়নাল, বাবুল হাওলাদারসহ ১০ জন।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহেদুল ইসলাম খান বলেন, স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। আমরা মামলা করবো।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে সাবধান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন