Advertise top
অর্থনীতি

দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদনে আগের ঐতিহ্য নেই, কৃষি উপদেষ্টাকে জানালেন কর্মকর্তারা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম    

দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদনে আগের ঐতিহ্য নেই, কৃষি উপদেষ্টাকে জানালেন কর্মকর্তারা
বরিশাল কৃষি খামার বাড়িতে কর্মকর্তাদের সাথে কৃষি উপদেষ্টার মতবিনিময় সভা। ছবি: পিআইডি

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, বন্যার কারনে ফসলের ক্ষতি হয়েছে। সে জন্য খাদ্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এখানে সরকারের কোন হাত নেই।

 

আবাদি জমি রক্ষা করতে হবে উল্লেখ করে কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, গাড়ি নয়, চাইতে হবে সার ও বীজ। উৎপাদন বাড়াতে হবে। কোন জমি খালি রাখা যাবে না। যে ফসল উৎপন্ন হয় সেটাই করতে হবে। এসি রুমে বসে বিলাসিতা করলে ফসল উৎপাদন হবে না। মাঠে যেতে হবে।

 

বরিশাল কৃষি খামার বাড়ি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপদেষ্টা আজ বৃহস্পতিবার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

কৃষি বিভাগের কর্মকর্তারা এসময় তাকে জানান, খরা, লবণাক্ততা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করে দক্ষিণাঞ্চলে কয়েক বছর ধরে খাদ্য উৎপাদনে আগের ঐতিহ্য নেই। বরিশাল জেলায় ৮ লক্ষ হেক্টরের অধিক জমিতে চাষাবাদ হয়। এর মধ্যে এক ফসলী দু ফসলী ও তিন ফসলী জমি রয়েছে। সব জমি পরিপূর্ণ চাষাবাদ উপযোগি করতে হলে খালগুলো পুনঃখনন করতে হবে। আলু ও ডাল জাতীয় বীজের সল্পতা রয়েছে। বীজের গুণগত মান রক্ষা করে সরবরাহ বৃদ্ধি করতে হবে।

 

কৃষি কর্মকর্তারা আরও জানান পটুয়াখালীতে জোয়ারের পানিতে জমিতে লবনাক্ততা দেখা দিয়েছে। অনেক জমি রয়েছে আবাদযোগ্য নয়। নদীর পাশে ভেরিবাঁধ ও স্লুইজ গেট নির্মাণ করে আবাদযোগ্য করার প্রস্তাব করা হয়।

 

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal