Advertise top
আদালত-অপরাধ

বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম    

বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন । ছবি: বরিশাল নিউজ

বরিশাল রেঞ্জ কার্যালয় থেকে তুলে নেওয়ার দুইদিন পরে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত একজনের স্বজনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এর আগে গত মঙ্গলবার দুপুরে এই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি)  গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। কিন্তু একদিন পরেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনেরা।  বৃহস্পতিবার সকালে খবর আসে, বরিশালের এই পুলিশ কর্মকর্তা আলেপকে রাজধানী যাত্রাবাড়ি থানা আওতাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, আলেপ উদ্দিনকে বুধবার রাতে বরিশাল মহানগরী এলাকা থেকে আটক করা হয়। তিনি হত্যা মামলার আসামি, যাত্রাবাড়ি থানায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।  তাকে জিজ্ঞাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুর রহমান দুইদিন হেফাজতে রেখে জিজ্ঞাবাদের অনুমতি দেন।

 

পুলিশ কর্মকর্তার স্ত্রী ওয়াফা নুসরাত বুধবার সন্ধ্যায় জানিয়ে ছিলেন, একদিন আগে অর্থাৎ মঙ্গলবার দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার সময় তিনি ফোন করেছিলেন। এবং বলেছিলেন, বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছে।

 

নুসরাত দাবি করেছিলেন, আলেপ উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারপরেও তাকে কর্মস্থল বরিশাল রেঞ্জ কার্যালয় থেকে তুলে নিয়ে গেছে।

 

গ্রেপ্তার এবং রিমান্ডের খবরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কর্মকর্তার স্ত্রী দাবি করেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। এবং তিনি আওয়ামী লীগের শাসনামলে কোনোরূপ অমকর্মের সাথে জড়িত নন, তারপরেও তাকে ফাঁসানো হয়েছে, যা অমানবিক।

 

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্তের আগে কিছু বলা অসম্ভব। তাছাড়া পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ-মামলা ব্যতিত কাউকে গ্রেপ্তার বা হয়রানি করছে না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal