বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথবাহিনী।
উপজেলার সুবিদখালী এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম হাওলাদার।
অভিযানে নেতৃত্ব দেওয়া মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর ফরাজীর বাসভবনে অভিযান চালানো হয়।
পরে ভবনের পৃথক দুটি কক্ষ থেকে একটি পিস্তল (৭.৬৫ এমএম), ম্যাগজিন, দুইটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি যুক্তরাষ্টে তৈরি।
ক্যাপ্টেন রিমান আরও বলেন, আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র তিনি কিভাবে ব্যবহার করতে চেয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো শাহাবুদ্দিন নান্নু বলেন, “দলের যেই হোক বা যত বড় নেতাই হন না কেন লাইসেন্স ছাড়া এই ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা অন্যায়। তার দায় দল কখনো নিবে না।”
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন