Advertise top
বরিশাল

ভোলায় ৪২ জেলের জেল-জরিমানা

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম    

ভোলায় ৪২ জেলের জেল-জরিমানা
ভোলায় জেরে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার লালমোহনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পৃথক অভিযানে ৫২ জেলেকে আটক করে মৎস্য অধিদপ্তর। এদের মধ্যে ৯ জনকে ৫দিন করে কারাদন্ড এবং ৩৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

 

রবি ও সোমবার  পাঁচটি অভিযানে এসব জেলেদের আটক করা হয়। এছাড়া ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ৭০ কেজি ইলিশ ও ৮টি নৌকা জব্দ করা হয়েছে।

 

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে ৫টি টিম অভিযান চালিয়ে, জাল ও ট্রলারসহ ৫২ জেলেকে আটক করে। পরে ৩টি ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেদের জেল-জরিমানা করা হয়।

 

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও মজুদ নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন অভিযান চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal