বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
১২ জন বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার,১৬ অক্টোবর দুপুরে তাদের প্রধান বিচারপতির দপ্তরে যাওয়ার কথা ছিল।
এই ১২ জন বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
‘চায়ের আমন্ত্রণ’ জানিয়ে সেই ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। দুপুরে প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
এরআগে আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ তিন দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এ আল্টিমেটাম দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন