বরিশাল নিউজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ ৩ টি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ১০ কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত। এসব মামলায় আরও ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়।
বরিশাল চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আশরাফ উদ্দিন আজ মঙ্গলবার, ১ অক্টোবর এই নির্দেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন তারা।
কারাগারে যাওয়া সাবেক কাউন্সিলররা হলেন সামসুদ্দোহা আবিদ, সামজিদুল কবির বাবু, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
বাদী পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগষ্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা সহ ৩ টি মামলায় মোট ২১ জন আসামী আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতে বিচারক আইনজীবীদের বক্তব্য শুনে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ায় আসামীদের রিমান্ড চায়নি পুলিশ। বিবাদী পক্ষের আইনজীবী আফজালুল করিম জানান, তারা এ
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন