Advertise top
বরিশাল

দায়িত্ব নিলেন বিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম    

দায়িত্ব নিলেন বিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম। রবিবার,২৯ সেপ্টেম্ব বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে খবরটি জানানো হয়েছে।

 

এর আগে দুপুরে তিনি বরিশালে পৌঁছে নিজ কার্যালয়ে পৌছুঁলে সেখানে তাকে হাউজ গার্ড সালাম প্রদান করা হয়। পরে দায়িত্বভার গ্রহণ করে পুলিশ কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বরিশাল যোগদানের আগে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal