বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এই মাটি স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। কবির ভাষায় বলতে চাই, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে...। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও স্যাংশনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শনিবার, ২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন কিছুক্ষণ আগেই আমি করেছি। এটা আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম।’
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে কাওলা টোল প্লাজায় টোল দিয়ে বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন