বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ আগষ্ট ২০২৪, ১০:৪০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।
বুধবার,৭ আগস্ট রাতে এক ভিডিও বার্তায় এক কথা বলেন তিনি।
জয় বলেন, ‘আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।’
আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোথাও যাবে না। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও দলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন, তা আমরা করতে প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের বলব, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গীবাদ ও সন্ত্রাস বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন