বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১২:১০ এএম আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:২২ এএম
বরিশাল নগরীতে শুক্রবার, ২৬ জুলাই কারফিউ শিথিলের সময় আরো তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এরফলে নগরীর বাসিন্দারা সকাল ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা থাকবেন কারফিউ মুক্ত।
বৃহস্পতিবার এই কারফিউ ছিলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর নগরীর বাইরে বরিশাল জেলায় এই কারফিউ ছিলো সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কারফিউ শিথিল হওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বুধবার থেকেই শুরু হয়।
বরিশালের অভ্যন্তরীণ রুটেও বুধবার লঞ্চ চলাচল শুরু হয়। তবে কারফিউ আরো শিথিল হলে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছিলেন লঞ্চ কর্তৃপক্ষ।
কারফিউ শুরুর পর গত শনিবার, ২০ জুলাই থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন