বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার পর রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ।
সোমবার, ১৫ জুলাই বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেয়। পরে তারা হলের তালা লাগিয়ে ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। শিক্ষার্থীরাও হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুড়তে থাকেন।
অন্যদিকে ছাত্রলীগের আরেকটি দলকে হেলমেট পরে একাত্তর হলের গেটের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।
ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আগে হামলা জন্য পরস্পরকে দায়ী করেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন