প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
বরগুনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৮ কেজি চা পাতার সঙ্গে পাঠানো হয়েছে ৮ কেজি গাঁজা। অভিনব কায়দায় পরিবহণ করার সময় এমন একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোসা.কাকলী আক্তার (৩১) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের মো. বেলাল বয়াতির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বস্তার মধ্যে ৫০ প্যাকেট চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা পরিবহণের সময় ওই নারীকে আটক করে পুলিশ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। মাদকের এ চালানটি কোথা থেকে এসেছে তার তথ্য আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তবে আমাদের ধারণা, এ চালানটি কুমিল্লা বা কক্সবাজার থেকে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন