Advertise top
শিক্ষা

শাহবাগ ছেড়েছেন শিক্ষার্থীরা, শনিবার সংবাদ সম্মেলন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম     আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম

সংসদে আইন পাশ না করার আগে রাজপথ ছাড়বে না শিক্ষার্থীরা
কোটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা। ফাইল ফটো

এক ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।  এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

আজ শুক্রবার, ১২ জুলাই বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। বিকেল ৪টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে তারা শাহবাগে অবস্থান নেন।

 

এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন বৈঠক হবে এবং বিকেল ৬টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ কিন্তু, ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal