বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম
শ্রমিক কর্মচারীসহ সকল শ্রমজীবী মানুষদের রেশনিং সুবিধা প্রদান, শ্রমিকদের চাঁদা বা প্রিমিয়াম বিহীন পেনশন সুবিধা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল নগরীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ আজ সোমবার, ৮ জুলাই সকালে এই কর্মসূচি পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি এস.এম জাকির হোসেন।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে, ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা নির্ধারণ, নিয়োগ-পত্রসহ সার্ভিস বই,প্রভিডেন্ট ফান্ড গ্রায়েচুটি,পূর্ণাঙ্গ উৎসব বোনাস,নারী শ্রমিকদের বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি রেশনের মাধ্যমে প্রদান, প্রতিমাসে জেলেদের ৬ কেজি চাল ও নগদ ৫ হাজার টাকা প্রদান,সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনে নিষেধাজ্ঞা শিথিল করাসহ ভারত, বাংলাদেশ ও মায়ানমারে একই সাথে নিষেধাজ্ঞা আরোপ করা, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার শয্যা ও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ।
এসময় আরো বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মোহাম্মদ মানিক মৃধা, সিনিয়র সহ সভাপতি মোসলেম সিকদার শেখ আবুল হাসেম মাস্টার,মোঃ নান্নু মিয়া,স্বপন দত্ত,মোঃ বাবুল মীর,আব্দুর রশীদ হাওলাদার,মোঃ আরিফুর রহমান (হাবিব),মোঃ নুরুল ইসলাম,মোঃ জালাল মিয়া,মোঃ জাহাঙ্গির হোসেন চৌধুরী,মৃধা মোঃ নাসির উদ্দিন,মোঃ আয়ূব আলী হাওলাদার,আরাফাত আহমেদ, ইব্রাহিম,আঃ মন্নান কিরন,শায়লা শারমিন প্রমুখ।
পরে ২৫টি সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে নগরীর বিভিন্ন সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন