বরিশাল নিউজ
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আজ মঙ্গলবার এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পাশে যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ সময় সমাবেশে বক্তব্য দেন ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ। সোমবারও তারা একই দাবিতে বিক্ষোভ করেন।
তারা বলেন, কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের জন্য প্রতিযোগিতার মাঠ সমান করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে।
তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।
বরিশাল বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন,শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন