Advertise top
আদালত-অপরাধ

ভোলায় লঞ্চ থেকে সামুদ্রিক মাছ জব্দ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১১:৫১ পিএম    

ভোলায় লঞ্চ থেকে সামুদ্রিক মাছ জব্দ
ভোলায় লঞ্চে অভিযান চালিয়ে মাছ জব্দ

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ থেকে এক হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

 

স্থানীয় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ উদ্যোগে রবিবার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাসরিফ -১ লঞ্চে অভিযান চালিয়ে এসব সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পরে তা দুস্থ ও অসহায় মাঝে বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, ২০ মে থেকে  ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal