Advertise top
বরিশাল

গৌরনদী ও ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১২:৩০ পিএম    

গৌরনদী ও ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গৌরনদীতে ট্রাক চাপায় নিহতরা।

বরিশালের গৌরনদীতে এবং পিরোজপুরের  ভান্ডারিয়ায়  সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। 

 

গৌরনদীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী ও ভ্যানচালক নিহত হয়েছেন।  সোমবার ভোরে উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ী  ভ্যানে বাজারে যাচ্ছিলেন।

 

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকোকাঠি গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে মাছ ব্যবসায়ী বরুণ চন্দ্র দাস (৬০) ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজউদ্দিন প্যাদার ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৩)।

 

গৌরনদী হাইওয়ে থানার এসআই  মো.সিরাজুল ইসলাম জানান, বরুণ মাছ কেনার জন্য ভ্যানযোগে মাহিলাড়া মাছ বাজারের দিকে রওনা দেন। ভ্যানটি বাটাজোর বাইচখোলা এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মালবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বরুণ ও আয়নাল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। পরে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার।

 

ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্তকর্তা।

 

পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত

 

এদিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ পথচারী।

 

নিহতরা হলেন, ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৭)। ঝুমাইয়া আক্তার ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী এবং শিশু হাওয়া আবু হাসান হাওলাদারের মেয়ে।

 

আহতরা হলেন, ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার মিষ্টি (২৮), হোসেন সাহেব (৩২)। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ পিকাআপভ্যানের চালক তোফায়েল হোসেনকে আটক করেছে। তোফায়েলের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ার ডাঙ্গা গ্রামে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দিতে ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ির পাশে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়া থেকে আসা একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার নিহত হন। এ সময় আরও চার পথচারী আহত হন।

 

আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর চালককে পিকআপভ্যানসহ আটক করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal