Advertise top
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমলো

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৪, ১১:৪৪ পিএম    

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমলো
শিক্ষা মন্ত্রণালয় লোগো

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো।

 

এদিকে শুক্রবারের পাশাপাশি শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান।

 

সাধারণত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জুন মাসে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়। সেই ছুটি শুরু হয় ১৩ জুন থেকে। ১৭ জুন ছিলো ঈদ। তারপর ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা ছিলো।

 

আগামী ৩ জুলাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সূচি রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal