বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:১৫ পিএম
চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করায় মূসকের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১–এ আজ মঙ্গলবার, ১১ জুন মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।
রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদকের সচিব বলেন, মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে এই সুবিধা দিয়েছিলেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান হলো, গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক, রবি ও এয়ারটেল। এই কোম্পানিগুলোর ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন