বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৮:০১ পিএম
বরিশালে আজ রবিবার দুইটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো.সোহরাব হোসেন হাওলাদার (৮০) ও অটোরিকসা উল্টে নবম শ্রেণির ছাত্র অহিদুল ইসলাম (১৬) প্রাণ হারিয়েছেন।
নিহত সোহরাব বরিশাল নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা মো.উলফাত আলী হাওলাদারের ছেলে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সোহরাব হোসেন মোটরসাইকেল চালিয়ে নগরীর রুপাতলী থেকে আমতলা মোড় এলাকায় যান। এ সময় নগরীর নথুল্লাবাদগামী একটি কাভার্ড ভ্যান তাকে অতিক্রম করার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। সোহরাব হোসেন রাস্তায় পড়ে গিয়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান
পরিদর্শক বিপ্লব আরও জানান, ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে।
অপরদিকে মহানগর পুলিশের বন্দর থানার ওসি মুকুল বলেন, স্কুল ছুটির পর বেলা ৩টার দিকে অহিদুল অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তালুকদার হাট মোড় এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে চাপা পড়ে মাথায় আঘাত পান অহিদুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন