Advertise top
আদালত-অপরাধ

দুদকের কাছে সময় চাইলেন বেনজীর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৮:২৪ পিএম    

দুদকের কাছে সময় চাইলেন বেনজীর
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ফটো।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইজিপি বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জুন তলব করেছিল। তবে বেনজীর আহমেদ সময় চেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে দুদক কমিশনার জহুরুল হক।

 

তিনি বুধবার সাংবাদিকদের বলেন, বেনজীর আহমেদ তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে কমিশনে একটি আবেদন পেশ করেছেন। দুদক কমিশনার আরো বলেন, আইনে সময় চাওয়ার সুযোগ আছে। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।

 

গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

 

অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে, তারা কেউ দেশে নেই বলে খবর প্রকাশিত হচ্ছে। দুদক থেকে বলা হয়েছে তাদের বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal