বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম
প্রধান বিচারপতি সাংবাদিকদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ দিচ্ছেন। শুধু ছবি কিংবা ভিডিও তোলাই নয়, সুযোগ পাওয়া যাবে সরাসরি সম্প্রচার করার। এই সুযোগ মিলবে আগামী ১০ জুন, শুধু মাত্র ওই এক দিনের জন্যই।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। প্রথমবারের মতো এই সূযোগ পেতে যাচ্ছে গণমাধ্যম।
কারণ কী?
এই বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বুধবার বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে আগামী ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, উক্ত অধিবেশনে সাংবাদিকরা প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন। কেবলমাত্র ওই দিনের জন্যই ক্যামেরারসহ প্রবেশ করার অনুমতি দেয়া হল।
এই বিষয়ে গণসংযোগ কর্মকর্তা আরোও বিস্তারিত জানাবেন বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন