Advertise top
আদালত-অপরাধ

আনোয়ারুল হত্যায় গুলশান–ধানমন্ডিতে হয় পরিকল্পনা: ডিবি প্রধান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১১:৩৯ পিএম     আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৪০ পিএম

আনোয়ারুল হত্যা:গুলশান–ধানমন্ডিতে হয় পরিকল্পনা: ডিবি প্রধান
ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে। খুনিরা অনেক দিন ধরে এই হত্যাকাণ্ডের সুযোগ খুঁজছিলেন।

 

আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশীদ এসব তথ্য জানান। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাসায় এক-দুই মাস ধরে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার পরিকল্পনা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal