বরিশাল নিউজ
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:৩৯ পিএম
বরিশাল জেলার মুলাদী ও হিজলা উপজেলায় দ্বিতীয়ধাপে মঙ্গলবার, ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে ভোটের যাবতীয় উপকরণ বিতরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার তবে জানিয়েছেন, সেখানে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে ভোটের দিন ভোর পাঁচটার মধ্যে।
ওই দুটি উপজেলায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ গড়াই জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষে সবধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। নির্বাচন কেন্দ্রীক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা গেলে পোলিং এজেন্টরা সাথে সাথে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারকে জানাবেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকে শান্তিপূর্ন করার লক্ষ্যে হিজলা ও মুলাদী উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ১৯ মে থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন