Advertise top
আদালত-অপরাধ

২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত  আসামি গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৮:৪০ পিএম    

২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত  আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

২৭ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের গিয়াস খানের ছেলে।

 

মঙ্গলবার সকালে র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আনোয়ার হোসেন প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই আনোয়ার হোসেন আত্মগোপনে ছিলেন। পরে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালতের বিচারক পলাতক  আনোয়ারের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন।

 

আদালতের রায় ঘোষণার ২৩ বছর পার হলেও আসামি বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-৮ এর সদস্যরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পটুয়াখালীর প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা গ্রামে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal