বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম
বরিশালের গৌরনদীতে গ্রিনলাইন পরিবহণের একটি চলন্ত যাত্রীবাহী বাসের এসি বিস্ফোরিত হয়ে ভস্মীভূত হয়েছে। বার্থী ইউনিয়নের তাঁরাকুপি এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ১২-১৪ জন যাত্রী নিয়ে গ্রিনলাইন পরিবহণের একটি যাত্রীবহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৫১) বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাত ১২টার দিকে ২/৩ জন পথচারী বাসের পেছনে আগুন জ্বলতে দেখে চিৎকার দিয়ে বাসটি থামাতে বলেন।
চালক বাসটি থামালে তাৎক্ষণিক যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের ফায়ারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরই মধ্যে বাসটির ইঞ্জিন, পেছনের দুটি চাকার টায়ার ও সব সিটসহ বাসের ভেতরের সব পুড়ে গেছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, বাসটি চলন্ত অবস্থায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন