Advertise top
বরিশাল

বর্ষবরণ ১৪৩১: বরিশালে শোভাযাত্রায় সবাই

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পিএম     আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম

শোভাযাত্রায় সবাই
বরিশালে জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর দুই প্রান্ত থেকে আজ  দুইটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বিএম স্কুল প্রাঙ্গণ থেকে বর্ষ বরণ অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রা করে চারুকলা। অপরদিকে সার্কিট হাউস প্রাঙ্গণে বর্ষবরণ শেষে মঙ্গল শোভাযাত্রা করে জেলা প্রশাসন।

 

 

 

এই মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য পালকি, টাট্রু ঘোড়া, দোয়েল,হাতি, চিলসহ বিভিন্ন চিত্র হাতে বাঙালিয়ানার উচ্ছাসে মেতে উঠেন শিশু কিশোর-বয়স্কারা সবাই।

 

 

 

ঢাকের তালে তালে নগরীর বিভিন্ন সড়কে  ঘুরে বেড়ান মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া উচ্ছসিত বাঙ্গালী।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal