Advertise top
আদালত-অপরাধ

থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১০:২৭ পিএম     আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:২৮ পিএম

থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

বান্দরবানের থানচি বাজারে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার, ৪ এপ্রিল রাত ৯টা থেকে থানচি বাজারে গোলাগুলি শুরু হয়।

 

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন  গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

পরিস্থিতির বর্ণনা দিয়ে ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ‘রাত ৯টার দিকে একদল সশস্ত্র লোক এসে থানচি বাজারে গুলি শুরু করে। পরে তারা থানায় গুলি চালায়। পুলিশ আর বিজিবিও পাল্টা গুলি করছে। হাসপাতালের পেছন দিকেও গুলি হচ্ছে। পরিস্থিতিটা আসলে এরকমই। পরে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।’

 

থানচি বাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘চারদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। অবস্থা ভয়াবহ। এখন কথা বলার মত অবস্থায় নেই।’

 

এর আগে বিকালে মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া যায়।

 

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‌‘থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal