Advertise top
অর্থনীতি

বাবুগঞ্জে উন্নত বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম     আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

বাবুগঞ্জে উন্নত বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান। ছবি: বরিশাল নিউজ

বরিশালের বাবুগঞ্জে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি ভবনের প্রশিক্ষণ হল রুমে মঙ্গলবার, ২ এপ্রিল প্রণোদনার ওই কৃষি উপকরণ করেন প্রধান অতিথি উপজেলা বিতরণ নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমান।

 

এ সময় উপজেলার বাছাইকৃত ৪০০ কৃষকের প্রত্যেককে উফশী আউশ ধানের ৫ কেজি করে বীজ এবং ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার প্রদান করা হয়।

 

ওই প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না।

 

 এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা.নুরুন্নাহার, বাবুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুন,কৃষক জাকির হোসেন প্রমুখ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal