Advertise top
অর্থনীতি

চালের দামও এই বৈশাখ থেকে নির্ধারণ করবে সরকার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পিএম    

চালের দামও এই বৈশাখ থেকে নির্ধারণ করবে সরকার
বৈশাখ থেকে চালের দাম নির্ধারণ। প্রতীকী ছবি।

বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে জাত ও উৎপাদন খরচের ভিত্তিতে চালের দাম নির্ধারণ করে দেবে সরকার, বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পয়লা বৈশাখ থেকেই নির্ধারিত দামে পাওয়া যাবে চাল, বলেন তিনি।

 

বাণিজ্য মন্ত্রণালয়ে রবিবার, ৩১ মার্চ নিত্যপণ্যের দাম নিয়ে টাস্কফোর্সের

সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘ইতিমধ্যে চালকল, পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম ও উৎপাদন খরচ নির্ধারণের রূপরেখা তৈরি করা হয়েছে। খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই বৈঠক শেষে ও বিষয়ে ঘোষণা দেবে।’

 

সরকার নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে আশা করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, কুরবানির ঈদ পর্যন্ত পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারব। যদিও কিছু চ্যালেঞ্জ আছে এবং আপনারা সবাই তা জানেন। সরকার সেগুলো নিয়ে কাজ করছে।’

 

কৃষি বিপণন অধিদপ্তর শুক্রবার, ১৫ মার্চ বিজ্ঞপ্তিতে মসুর ডাল, ছোলা, ডিম,ছোলা, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও গরুর মাংসসহ ২৯ পণ্যের দাম বেঁধে দিয়ে ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রির নির্দেশ দেয়। তবে দাম বেঁধে দেওয়া হলেও সব পণ্য নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal